Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাডাম আগের মতোই আইসিইউতে চিকিৎসাধীন, বিভ্রান্ত হবেন না: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪০ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭

নয়াপল্টনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারও কথা কেউ বিভ্রান্ত হবেন না।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। আপনারা সবাই দোয়া করুন যেন আল্লাহ তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।’

এ বিষয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ অবস্থার বিষয়ে গণমাধ্যমকে যথা সময়ে অবহিত করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর