সিলেট: দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটস্থ সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাস কর্মকর্তা জেমস এ স্টুয়ার্টের সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।
জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি প্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলি, সহকারী সেক্রেটারি সাহিম খানম হেপি ও জেলার সহকারী সেক্রেটারি ডা. আঙ্গুরা বেগম প্রমুখ।
সাক্ষাতে মার্কিন রাজনৈতিক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রস্তুতি, ক্ষমতায় গেলে সম্ভাব্য কর্মপরিকল্পনা এবং দুই দেশের সম্পর্কসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নেতাদের মতামত জানতে চান।
এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা জামায়াতের রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় আমাদের ভূমিকা, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সম্ভাব্য পদক্ষেপ ও নির্বাচনি প্রস্তুতি তুলে ধরেছি। পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছি।’