Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র লাইসেন্স হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের এক সভায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ এর লাইসেন্স অনুমোদন দেওয়া হয়।

সোমবার (১ ড‌ি‌সেম্বর) বাংলা‌দেশ ব্যাং‌কের এক বিজ্ঞপ্তিত এ তথ্য জানা‌নো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এর পক্ষে অতিরিক্ত সচিব মো: আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি এবং যুগ্ম সচিব শেখ ফরিদ নবগঠিত ব্যাংকের লাইসেন্স গ্রহণ করেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, গভর্নর অফিস এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের লাইসেন্সিং শাখার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সরকার ও বাংলাদেশ ব্যাংক আশা করছে যে, সমন্বিত ইসলামী ব্যাংক পিএলসি আর্থিক খাতে প্রতিযোগিতা বৃদ্ধি এবং গ্রাহকদের নতুন বিকল্প সেবা প্রদানে ভূমিকা রাখবে।

নতুন ব্যাংকের দায়িত্বশীলরা জানান, লাইসেন্স পাওয়ার পর আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে খুব শিগগিরই পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করা হবে। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম চালু হলেও ধীরে ধীরে শাখা বিস্তার, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, এবং বিভিন্ন ইসলামী আর্থিক পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর