ভোলা: ভোলা-বরিশাল সেতুর দাবিতে জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা এলাকার ২২৫ মেগাওয়াট ও কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এই কর্মসূচি পালন করেন তারা।
এরআগে সেতুর দাবিতে বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে দুপুরের দিকে ব্যানার, ফেস্টুন নিয়ে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলা থেকে ট্রাক, মোটরসাইকেলসহ ছোট যানবাহনে করে বোহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে জড়ো হন তারা। এরপর সেখান থেকে কুতুবার ২২৫ মেগাওয়াট কম্বাইড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সামনে এসে ঘেরাও কর্মসূচি পালন করেন তারা।
অন্যদিকে ছাত্র-জনতার কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে বিদ্যুৎ কেন্দ্রের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও নৌবাহিনী মোতায়েন ছিল। তবে, বিশৃঙ্খলার কোন ঘটনা ঘটেনি।
আন্দোলনকারীরা জানান, ভোলা-বরিশাল সেতুর দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রম করে আসছি। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ভোলার চরফ্যাশন টাওয়ার থেকে লংমার্চ কর্মসূচি করেছি। চরফ্যাশন থেকে পায়ে হেঁটে ও তেতুলিয়া, কালা বদর ও পদ্মা নদী সাঁতার কেটে ঢাকায় পৌঁছে শাহবাগে আন্দোলন করেছি। সেখানে বর্তমান সরকারকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু সময় পার হয়ে গেলেও কোন আশ্বাস না পাওয়ায় আজকের এই কর্মসূচি। তাদের দাবি না মানলে ভোলা থেকে অন্য কোন জেলায় বিদ্যুৎ ও গ্যাস যেতে দিবেন না বলেও হুশিয়ারি দেন তারা।