রংপুর: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট না হলে আগামী নির্বাচন জনগণের প্রকৃত ম্যান্ডেটের প্রতিফলন ঘটাতে পারবে না। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা স্পষ্ট উল্লেখ আছে। সুতরাং গণভোট এখন সময়ের অবধারিত দাবি।’
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ৮ রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশের উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ৩ ডিসেম্বর (বুধবার) এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আব্দুল হালিম বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন, ভোটাধিকার হরণ, বিরোধীদলের ওপর জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি স্বৈরাচারের ‘দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।
৮ দলের যৌথ পাঁচ দফা দাবি হলো– জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা আমির গোলাম রব্বানী, সেক্রেটারি এমদাদুল হক; ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমী, জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা; খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপাসহ জোটের শীর্ষ নেতারা।