ঢাকা: ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিবস ২০২৫ (আইটেক) পালন করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে সহযোগিতায় সোমবার (১ ডিসেম্বর) একটি সংবর্ধনা-সহ-সমাবেশে বাংলাদেশ থেকে প্রায় ১৫০ জন আইটেক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা আইটিইসিকে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্রতি ভারতের অঙ্গীকার হিসেবে তুলে ধরেন, যা অংশীদার দেশগুলোর চাহিদা এবং অগ্রাধিকারের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি প্রদান করে।
বাংলাদেশের ৫ হাজারের বেশি পেশাদার বছরের পর বছর ধরে আইটিইসি কর্মসূচিতে অংশ নিয়েছেন উল্লেখ করে হাই কমিশনার বাংলাদেশে আইটিইসি প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধন এবং দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করার জন্য ধন্যবাদ জানান।
হাইকমিশনার আইটেক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএএবি)-এর আইটেক প্রাক্তন শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে একত্রিত করার প্রচেষ্টার জন্য তাদের অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অনেক আইটেক প্রাক্তন শিক্ষার্থী ভারতে তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন।
ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো), এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষসহ (বিএলপিএ) কিছু অংশীদার সংস্থার বিশিষ্ট ব্যক্তিরাও এতে যোগ দেন। এই উপলক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সংযোগ প্রদর্শন করে একটি সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন বাংলাদেশের শিল্পীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর, কৃষি, হিসাব,নিরীক্ষা, ব্যবস্থাপনা, সুশাসন অনুশীলন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন, জনস্বাস্থ্য, সংসদীয় বিষয়, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স, রিমোট সেন্সিং, নবায়নযোগ্য শক্তি, উন্নত কম্পিউটিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ৩০০ টিরও বেশি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে আইটিইসি অংশীদার দেশগুলিকে ১২ হাজারের এরও বেশি প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, আইটেক ভারত সরকারের একটি প্রধান কর্মসূচি, আইটিইসি, ১৯৬৪ সালে ভারতের উন্নয়ন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বের ১৬০ টিরও বেশি দেশে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা প্রদান করে আসছে।