Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ‘রেকর্ড ভাঙা সুষ্ঠু নির্বাচন’ হবে— রংপুরের নতুন এসপি মারুফাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২৩:১৭

রংপুরের নতুন পুলিশ সুপার মারুফাত হুসাইন।

রংপুর: জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মারুফাত হুসাইন সাংবাদিকদের সামনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পুরোপুরি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও ভয়হীন। তিনি বলেন, “বিগত নির্বাচন কেমন হয়েছে সবাই জানেন, সেটার পুনরাবৃত্তি যেন না ঘটে। এবার বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।”

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

এসপি মারুফাত হুসাইন বলেন, “আমরা এখন নির্বাচনি ট্রেনে উঠে গেছি। সম্ভবত এই সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। প্রস্তুতিতে যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে যুদ্ধে জেতা সম্ভব নয়। রংপুরের নির্বাচন আমরা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তাদের ভোট যথাযথ গণনা হয় এবং সঠিক ফলাফল ঘোষণা করা হয়—এটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যারা বৈষম্যের শিকার হয়েছেন, যারা জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বিফলে না যায়। সমস্ত মতপার্থক্য ভুলে আমরা জাতির জন্য কাজ করব।”

জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদকে গুলি করার ভিডিও ধারণকারী সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নতুন এসপি। তিনি বলেন, “শহিদ আবু সাঈদের দিকে বন্দুক তাক করে গুলি করার সেই দৃশ্য যদি মিডিয়ায় না আসত এবং আবু সাঈদ শহীদ না হতেন, তাহলে ৫ আগস্টের ঐতিহাসিক বিদায় হয়তো আরও দেরিতে হতো। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেছেন, জাতি তাদের কাছে ঋণী।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সমাজের চক্ষু ও কর্ণ। আমাদের জনবল সীমিত। আপনাদের মাধ্যমেই আমরা সময়মতো তথ্য পাই, যার ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। জেলার মানুষ নিরাপদ থাকলে আপনারা-আমরা সবাই ভালো থাকব। আসুন, উভয়ের দায়িত্ব মাথায় রেখে একসঙ্গে কাজ করি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব ডিএসবি) জয়নাল আবেদীনসহ রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ও গণমাধ্যমকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর