Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে হঠাৎ এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ০২:১৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১০:৩৪

মধ্যরাতে হঠাৎ এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলমান থাকার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১টার পর থেকে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চারদিকে সৃষ্টি করা হয় কড়া নিরাপত্তা বলয় এবং স্থাপন করা হয় অতিরিক্ত ব্যারিকেড।

এর আগে রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করতে পৌঁছান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

বিজ্ঞাপন

এদিন মধ্য রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে আসেন। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা রাত ১২টা ৩৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

এর কিছু আগে রাত ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে অসুস্থতা বেড়ে গেলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসক দলের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর