চট্টগ্রাম: চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। সংস্থার তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে। একই তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে- ইউএসজিএসও।
উল্লেখ্য, শেষ কিছু দিনে মাঝে মধ্যে ভূমিকম্প অনুভূত হচ্ছে বাংলাদেশে। এটি শুরু হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এরপর থেকে টানা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলছে।