Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদুরোকে ভেনেজুয়েলা ছাড়ার আলটিমেটাম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫ ০৯:২১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১১:৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বলে জানা গেছে। তবে মাদুরো সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য আইনি সুরক্ষার দাবি করেছেন।

সেমবার (১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প এই আলটিমেটাম দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই রোববার (৩০ নভেম্বর) সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি ফোনালাপটিকে ভালো বা খারাপ কোনো কিছুই বলেননি।

আমেরিকান সংবাদমাধ্যম ‘মায়ামি হেরাল্ড’-এর সূত্রমতে, গত ২১ নভেম্বরের ওই ফোনালাপে ট্রাম্প মাদুরোকে একটি ‘স্পষ্ট বার্তা’ দেন।

বিজ্ঞাপন

ট্রাম্প মাদুরোকে বলেছিলেন, ‘আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই শর্ত—আপনাকে এখনই দেশ ছাড়তে হবে।’ প্রস্তাবে বলা হয়, অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো, তার স্ত্রী ও পুত্রের পালানোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করে দেওয়া হবে।

মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি তার পরিবারসহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষার দাবি জানান। একইসঙ্গে তিনি নির্বাচনের কথা বললেও সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেন।

ওয়াশিংটন মাদুরোর সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে ‘শিগগির ক্ষমতা ছাড়তে’ বলে।

মায়ামি হেরাল্ড জানিয়েছে, ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রথম ফোনালাপটি হয়েছিল।

ট্রাম্প যখন ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণরূপে বন্ধ’ ঘোষণা করেন, তখন মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের অনুরোধ জানালেও তাতে কোনো সাড়া মেলেনি।

ট্রাম্পের এই আলটিমেটামের হুমকি বড় আকারের সামরিক পদক্ষেপের মাধ্যমে কার্যকর হবে কিনা, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, মাদুরো ও তার মিত্ররা এখনো মার্কিন সামরিক হুমকিকে ‘ফাঁকা আওয়াজ’ বলে মনে করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর