ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দুপুরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে তিনি সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তুলে ধরবেন।
এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান। রাত ১২টা ৩৫ মিনিটে তারা হাসপাতাল থেকে বের হন।
এরপর রাত ১টার পর থেকে হাসপাতাল এলাকায় হঠাৎ করে বাড়ানো হয় নিরাপত্তা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, সৃষ্টি করা হয় কড়া নিরাপত্তা বলয় এবং চারদিকে স্থাপন করা হয় ব্যারিকেড।
তবে এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুপুরে চিকিৎসক দলের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে অসুস্থতা বেড়ে গেলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।