Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১১:২৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১১:২৯

পঞ্চগড়: হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।

ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার আমেজ বেশি থাকলেও রোদ উঠলেই চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। সোমবার (১ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত সপ্তাহ জুড়ে জেলার তাপমাত্রা ১১ দশমিক ৭ থেকে ১৩ ডিগ্রির উঠানামা করেছে।

এর আগে, রোববার (৩০ নভেম্বর) ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

বিজ্ঞাপন

জেলা ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে আছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইছে হিমেল হাওয়া। বিকেল গড়ালেই তাপমাত্রা কমতে থাকে এবং মধ্যরাতের পর শীতের তীব্রতা বেড়ে যায়। ঘন কুয়াশার কারণে ভোরে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

জালাসী এলাকার এলাকার খতিবুর রহমান জানান, কয়েকদিন ধরে হালকা কুয়াশা পড়লে আজ একটু কুয়াশা ও শীতের মাত্রা বেড়ে গেছে। মনে হচ্ছে পুরোদমে শীত পড়া শুরু হলো।

আমিনার হোসেন নামে এক এক পথচারী বলেন, সকালে প্রতিদিনের মতো হাটতে বের হয়ে মনে হচ্ছে আজ থেকে শীত বাড়বে। অন্যদিনের তুলনায় আজকে খুবই ঠাণ্ডা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান,মঙ্গলবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সামনে শীত আরও তীব্র হতে পারে। শৈত্যপ্রবাহ বইতে শুরু সম্ভাবনা রয়েছে।