বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এ সময় জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রশাসনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের স্থানীয় রাজার মাঠে এক গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে।
সমাবেশে স্থানীয় বিভিন্ন পাহাড়ি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে স্থানীয় শিল্পীগোষ্ঠীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা, সহ সাধারণ সম্পাদক উ উইন মং জলিসহ স্থানীয় বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেএসএস নেতারা শান্তিচুক্তির কাঙ্ক্ষিত অংশগুলো দ্রুত বাস্তবায়ন, পাহাড়ের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান।
তারা বলেন, ‘শান্তিচুক্তি পাহাড়ে স্থায়ী শান্তির প্রধান ভিত্তি, তাই এর পুর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।’ বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।