গাজীপুর: গাজীপুরে বাউলশিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যায়। এতে অংশ নেন কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষও।
প্রতিবাদকারীরা জানান, বাউলশিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে ‘অবমাননাকর ও বাজে মন্তব্য’ করেছেন। এ কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘একজন শিল্পী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ধর্মীয় অবমাননা সামাজিক অস্থিরতার জন্ম দেয়, তাই এই ধরনের বক্তব্য বরদাস্ত করা যায় না।’
শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।