Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে তারেক রহমানের ভাইরাল ভিডিওটি পুরোনো: ফ্যাক্টচেক

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১ ডিসেম্বর) রাতে জানান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দাবি করা হয়, তারেক রহমান দেশে ফিরছেন। কিন্তু এই ভিডিওটি পুরোনো।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওটি পুরোনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই। ভিডিওটি আসলে চলতি বছরের জুন মাসের; তখন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা লন্ডন থেকে দেশে ফিরে এলেও তিনি তাকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে যান।

বিজ্ঞাপন

এরই মধ্যে বিএনপি মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমকে সতর্ক করা হয়েছে বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রকাশ না করতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ড. এস এম জাহিদ হোসেনই যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর দায়িত্বে থাকবেন।

এছাড়া, বিএনপি মিডিয়া সদস্য শাইরুল কবির খান সাংবাদিকদের অনুরোধ করেছেন, কেউ-ই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বিভ্রান্ত বা বিচলিত হবেন না। এবং বিভ্রান্তমূলক কোনো সংবাদ প্রকাশ করতে অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর