Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র দোয়া মাহফিল

স্পেশাল করেসপডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৮:২০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯

বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক ফজলে রাব্বি ডলার, ইনছান আলী, রাহাত রিটু, মমিনুর রশিদ সাইন, জাফর আহম্মেদ মিলন, আব্দুল ওয়াদুদ, ফেরদৌস রহমান, প্রতীক ওমর, আব্দুর রহিম, শামীম আহম্মেদ প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর