Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ২ হাজার ৯৮২ কোটি টাকা
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৪

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাত ও মরক্বো থেকে সার এবং যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৯৮২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে সরকারি পর্যায়ে চুক্তির (জি-টু-জি) আওতায় সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪০৯.৫০ ডলার দরে সংযুক্ত আরব আমিরাত-এর ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২০১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

দ্বিতীয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন ৬৮২.৬৭ ডলার দরে মরক্কো’র ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে ৯ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩৩৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা।

বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট এসোসিয়েটস কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন গম ৩১২.২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৮৪২ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা।

টিসিবি’র জন্য সয়াবিন ও রাইস ব্রাণ তেল ক্রয় 

বৈঠকে টিসিবি’র জন্য স্থানীয় উৎস থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে প্রতি লিটার ১৭৯ টাকা ৮৫ পয়সা দরে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ৮৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এটি সরবরাহ করবে ‘সোনারগাঁও সীডস ক্রাশিং শিলস লিমিটেড’।

অন্যদিকে প্রতি লিটার ১৬১ টাকা দরে ১ কোটি লিটার রাইস ব্রাণ তেল কিনতে ব্যয় হবে ১৬১ কোটি টাকা। দুটি প্রতিষ্ঠান থেকে এ তেল কেনা হবে। এর মধ্যে ৩০ লাখ লিটার সরবরাহ করবে ‘তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ৭০ লাখ লিটার সরবরাহ করবে ‘মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড’।

আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণে ব্যয় ১ হাজার ৩৫২ কোটি টাকা

বৈঠকে ‘রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা মহাসড়ক (জেড-৮০৩৪)-এর ৮ম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদীর উপর মীরগঞ্জ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় মীরগঞ্জ প্রধান সেতুসহ মীরগঞ্জ সেতু , অ্যাপ্রোচ সড়ক ও আনুষঙ্গিক কাজ সম্পাদনে প্যাকেজ নং ডব্লিউপি-০১-এর পূর্তকাজের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দরপত্রের কাজটি করবে ‘চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন’। এতে ব্যয় হবে ১ হাজার ৭২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা।

একই প্যকেজের দ্বিতীয় পূর্ত কাজ সম্পাদনে ব্যয় হবে ২৮০ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকা। যৌথভাবে এ কাজটি করবে- জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড-ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড ও কাটাহীরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল এবং দেশীয় প্রতিষ্ঠান দেব কনসালটেন্টস লিমিটেড-নিপ্পন কোয়ি বাংলাদেশ-ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড- কেএস কনসালটেন্টস লিমিটেড ও অনুসন্ধানী ক্রীডস লিমিটেড।