বগুড়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাগফিলের আয়োজন করে বগুড়া জেলা যুবদল।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নুল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সালাম। আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, সবুজ দেওয়ান, সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, রাশেদ, বাবুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারন সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর, সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক হান্নান প্রমুখ।
দোয়া ও কোরআন খতম শেষে জেলা যুবদলের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।