Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না : চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২০:০০

বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ছবি: সারাবাংলা

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মহাসমাবেশে ইসলামপন্থী আট দলের নেতাকর্মীরা অংশ নেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

বিজ্ঞাপন

সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘চাঁদাবাজদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনাদের ঠাঁই আর হচ্ছে না। জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন। জুলাই শহিদদের সঙ্গে বেঈমানি যারা করবে, বাংলাদেশে তাদের জায়গা নেই।’

চরমোনাই পীর বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে দেখে মানুষ পরিবর্তন চায়। তার দাবি, ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে।

বক্তব্য শেষে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন।