Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে আসছে ভিভো এক্স৩০০ প্রো : টেলিফটোতে নতুন মান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৯:২১

-ছবি : সংগৃহীত

ঢাকা: প্রফেশনাল ফটোগ্রাফি মানেই শুধু প্রফেশনাল ক্যামেরা— এ ধারণা বদলে দিতে এগিয়ে এসেছে ভিভো। মোবাইল ফটোগ্রাফিতে নতুনত্ব আনার ধারাবাহিকতায় এবার আসছে ফ্ল্যাগশিপ ভিভো এক্স৩০০ প্রো, যা টেলিফটো ইমেজিংকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। দূরের ছবি ঝাপসা হওয়া, কম আলোতে ডিটেইল হারানো, কিংবা সামান্য হাতের মুভমেন্টে ফ্রেম নষ্ট হওয়ার মতো সীমাবদ্ধতা দূর করতে জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এর শক্তিশালী টেলিফটো লেন্স।

ভিভো এক্স৩০০ প্রো-তে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহৃত হাই-এন্ড প্রফেশনাল এপিও লেন্স কালার বিভ্রান্তি বা ঝাপসা হওয়া নিয়ন্ত্রণ করে স্বচ্ছতা বাড়ায় এবং দূরের দৃশ্যেও দেয় পরিষ্কার, শার্প ডিটেইল।ফলে ট্রাভেল, ওয়াইল্ডলাইফ, পোর্ট্রেট বা স্পোর্টস যে কোনো পরিস্থিতিতেই ছবিতে থাকবে নিখুঁত শার্পনেস ও স্বাভাবিক রঙ।

বিজ্ঞাপন

ভিভো এক্স৩০০ প্রো-তে থাকছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং একটি ডুয়াল প্রো ইমেজিং চিপ। এই বিশেষ সমন্বয় টেলিফটো শুটিংয়ে দারুণ স্থিতিশীলতা নিশ্চিত করবে। এর ফলে, সামান্য হাতের নড়াচড়াতেও ফ্রেম নষ্ট হবে না। কারণ উন্নত স্ট্যাবিলাইজেশন সিস্টেম ক্যামেরাটিকে স্থিরভাবে ধরে রাখবে। লেন্সের বিশেষ কোটিং অতিরিক্ত আলো কমিয়ে আরও পরিষ্কার আউটকাম এনে দেবে। পাশাপাশি, ক্যামেরার সেন্সর ও প্রসেসর দ্রুত ফোকাস এবং মুভমেন্ট দক্ষতার সঙ্গে হ্যান্ডল করে চলন্ত শটের মুহূর্তগুলোও নিখুঁতভাবে তুলে ধরবে।

ভিভো এক্স৩০০ প্রোতে থাকবে নতুন ও আপগ্রেডেড অরিজিন ওএস ৬, যা প্রতিদিনের কাজকে করবে আরও সহজ এবং স্মুথ। নতুন এই অপারেটিং সিস্টেমে দ্রুত ও মসৃণ পারফরম্যান্সের জন্য থাকবে স্মুথ ইঞ্জিন, উন্নত ইউজার ইন্টারফেস সুবিধা।

প্রিমিয়াম ফিল পাওয়া যাবে ফোনের ডিজাইনেও। ৭.৯৯ মিমি এর মিনিমালিস্ট, সিমেট্রিক ও আধুনিক ডিজাইনে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক- এই দুই প্রিমিয়াম কালারে বাজারে আসছে এক্স৩০০ প্রো।

ভিভো বলছে, এটি শুধু একটি নতুন ফ্ল্যাগশিপ নয় বরং মোবাইল ইমেজিংয়ের নতুন মানদণ্ড স্থাপন করবে। এক কথায়, ভিভোর এই নতুন উদ্ভাবন প্রতিটি ব্যবহারকারীকে দিবে তাদের সবচেয়ে আকর্ষণীয় গল্পটি আরও নিখুঁতভাবে তুলে ধরার সুযোগ।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর