Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫

বক্তব্য দিচ্ছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলা প্রশাসনিক ভবনের চলনবিল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আখতারুজ্জামান, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিল ও সিংড়া উপজেলার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী। আমি পরিশ্রমী মানুষ, কাজ করতে ভালবাসি। আপনাদের সিংড়ার কল্যাণে কাজ করতে চাই।’ মাদক-জুয়া, শহরের যানজট নিরসন ও দখল রোধে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ও সহযোগিতা কামনা করেন ইউএনও।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত যশোরের বাসিন্দা। তিনি বিসিএস ৩৭ ব্যাচের ক্যাডার। এর আগে রাজশাহীর এনডিসি, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর