সুনামগঞ্জ: একনেক থেকে অনুমোদিত তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রকল্প অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন জেলা জামায়াতের আমির ও সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ খান, একই আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আনিসুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। নয়তো ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।