ময়মনসিংহ: জুলাই জাতীয় সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তা না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৪ ডিসেম্বর ৮ দলীয় জোটের সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোটের নেতারা।
ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশে ইতিহাসের সর্বোচ্চ লোকের সমাগম ঘটবে বলেও জানান নেতারা।
এসময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলামসহ ৮ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি, উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর দাবিতে ৪ ডিসেম্বর এ বিভাগীয় সমাবেশ হবে বলে জানান তারা।