Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদককারবারি আটক

স্পেশাল করেসপডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২০:২৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬

উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগত অর্থ। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের সেউজগাড়ী পালপাড়া মোড়ে বগুড়া র‌্যাব-১২-এ অভিযান চালায়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-দুপচাঁচিয়া উপজেলার পূর্ব বোরাই কালীতলা মহল্লার মজিবর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩৭) এবং একই উপজেলার লতলা পূর্বপাড়া মহল্লার অজিত বসাকের ছেলে দাম বসাক (৩০)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে শহরের সেউজগাড়ী পালপাড়া মোড়ে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। তিনমাথা থেকে সাতমাথা সড়কে ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছিল দুই মাদককারবারি। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, অভিযানে আটক দুই মাদককারবারিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও
২ ডিসেম্বর ২০২৫ ২০:০১

আরো

সম্পর্কিত খবর