Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সোহেলের গণসংযোগ

স্পেশাল করেসপডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪

পৌরসভার ১৫নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত প্রার্থীর গণসংযোগ। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।

এসময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পরিবহনবান্ধব পরিবেশ গড়ে তুলবে। যেখানে কোনো সন্ত্রাস চাঁদাবাজ, দখলবাজ থাকবে না। একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সড়ক পরিবহন শাখা সভাপতি এজাজ আহম্মেদ আসলামের সভাপতিত্বে গনসংযোগ ও পথসভায় আরও বক্তব্য দেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি আজগর আলী, শহর অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিদ বেগ, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, শ্রমিক নেতা নুর আলম, আব্দুল হাকিম, দীন ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিলেটের ৮ উপজেলায় নতুন ইউএনও
২ ডিসেম্বর ২০২৫ ২০:০১

আরো

সম্পর্কিত খবর