Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০০ টাকার নতুন নোট বাজারে আসছে ৪ ডি‌সেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২১:১০

৫০০ টাকার নতুন নোটের সম্মুখ ভাগ – ছবি : কাংলাদেশ ব্যাংক

ঢাকা: নতুন নকশার ৫০০ টাকার নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে নতুন এ নোট ইস্যু করা হবে।

মঙ্গলবার (২ ডি‌সেম্বর) বাংলাদেশ ব্যাংক-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর সই করা ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের সম্মুখভাগের বামপাশে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, এর ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা এর ছবি মুদ্রিত রয়েছে। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ৫০০ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে।

বিজ্ঞাপন

৫০০ টাকার নতুন নোটের উল্টো পিঠ – ছবি : বাংলাদেশ ব্যাংক

নোটের নিরাপত্তা বৈশিষ্টের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডানদিকে কোণায় মুদ্রিত মূল্যমান ৫০০, রং পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ৫০০ লেখাটি দৃশ্যমান হয়। নোটটির সম্মুখভাগের বামপাশেচওড়া লাল রং এবং উজ্জ্বল স্বর্ণালী বার এর সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙ্গে পরিবর্তিত হবে। আর ৫০০ টাকার নাট আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে এবং স্বর্ণালী বার অংশ একটি উজ্জল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে উপর থেকে নীচে চলতে দেখা যাবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডানদিকে নীচে ৫টি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

নোটের কালিতে মুদ্রিত অংশসমূহ হাতের স্পর্শে অসমতল অনুভব করা যাবে। কালিতে মুদ্রিত অংশসমূহের মধ্যে রয়েছে নোটের সম্মুখভাগের কেন্দ্রীয় শহীদ মিনার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর