পিরোজপুর: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেহান শেখ রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—আবু বক্কর সিদ্দিক রনি, সাধারণ সম্পাদক, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, মাকসুদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক শিহাব হওলোদার, সহ-সভাপতি শাহনেওয়াজ সাকিব, সহ-সভাপতি ইমরান উল ইসলাম লীন, সহ-সভাপতি মাহিম মোল্লা, সহ-সভাপতি শাহিন সরদার, সহ-সভাপতি মাহাবী মল্লিক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আয়মান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আল হাফিজ, প্রচার সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তারা।