Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ দাবিতে সিইসি’র কাছে নির্বাচনি কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

সিইসি’র দফতরের সামনে সহকারী উপজেলা কর্মকর্তারা

ঢাকা: ‎নির্বাচন কমিশন সার্ভিস দ্রুত বাস্তবায়নসহ সিইসি’র কাছে ১০ দফা দাবি জানিয়েছেন উপজেলা ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দফতরের সামনে বিভিন্ন দাবি নিয়ে তারা ক্ষোভ জানান। এ সময় নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সেখানে উপস্থিত হলে তাদের ১০ দফা দাবির চিঠি নেন এবং কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যেতে বলেন।

‎ইসি সচিব আখতার আহমেদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘কি সমস্যা আপনাদের, আপনারা কাজ ফেলে দিয়ে এখানে চলে এসেছেন কেন? কি কি সমস্যা, কার সঙ্গে দেখা করতে এসেছেন ?’

‎এসময় উপস্থিত কর্মকর্তারা জানান, তারা সিইসির সঙ্গে নিজেদের দাবি নিয়ে দেখা করতে এসেছেন।

‎এরপর দাবিগুলোর চিঠি চেয়ে ইসি সচিব বলেন, আমার কাছে দেন। এখন সবাই যার যার কাজে যান। আমি তো আপনাদের কাছে থেকে নিলাম। আমরা একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি, যেটা স্যারের (সিইসি) সঙ্গে বলার দরকার আমরা বলব। আমি আপনাদের অনুরোধ করছি আপনারা যে যার কাজে যান।

বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স এসোসিয়েশনের দাবিগুলো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

‎১০ দফা দাবিগুলো হলো-

  • দ্রুততম সময়ের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নে বিধিমালা প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ।
  • নির্বাচনি দায়িত্বপালন ও সকল দফতরের সঙ্গে সমন্বয়ের স্বার্থে “উপজেলা নির্বাচন অফিসার” পদটি ৬ষ্ঠ গ্রেডে উন্নীতকরণ এবং “সহকারী উপজেলা নির্বাচন অফিসার” পদটি এন্ট্রি পদ হিসেবে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
  •  নির্বাচন কার্যক্রম সহজতর, সুষ্ঠু ও সফল বাস্তবায়নের স্বার্থে উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য ডাবল-কেবিন পিক-আপ এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসারদের জন্য মোটর সাইকেল সরবরাহ।
  • উপজেলা নির্বাচন অফিসার পদে পদোন্নতির হার বৃদ্ধি এবং পদোন্নতিযোগ্য পদ সংরক্ষণ।
  • সকল নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার পদে পদায়ন।
  • সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য পৃথক রুমের ব্যবস্থাকরণ।
  • নির্বাচন কার্য পরিচালনার জন্য সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসারদের অনুকূলে বরাদ্দ দেওয়া।
  • নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দফতরসমূহের সার্বিক নিরাপত্তার ব্যবস্থাকরণ।
  • ২০২৩ সালে প্রণীত বৈষম্যমূলক জাতীয় পরিচয়পত্র আইন বাতিল।
  •  কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের রাজস্বখাতে রূপান্তরকরণ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর