নওগাঁ: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে স্থানীয় সহযোগী সংস্থা মৌসুমী’র প্রধান কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে মৌসুমী’র প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌসুমী’র নির্বাহী পরিচালক হোসেন শহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংস্থার উপনির্বাহী পরিচালক এরফান আলী।
সভায় এছাড়াও বক্তব্য দেন বিএনএফের অন্যান্য সহযোগী সংস্থা সমূহের মধ্যে বকস, উদয়ন সমিতি, আইআরডিও, রেসডা সংস্থার নির্বাহী পরিচালকগণ। আলোচনা সভায় বক্তাগণ তাদের স্ব-স্ব প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।