ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে ব্যক্তিনির্ভরভাবে দেখার ভুল অনেকদিন ধরে হচ্ছে। এই সংকট বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের নয়— এটি একটি গভীর রাষ্ট্রগত সংকট, যার শেকড় আধিপত্যবাদী দুই ধারায়: মুজিববাদ ও মওদুদীবাদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, পাঁচ দশক ধরে ভারত-পাকিস্তানের প্রক্সি রাজনীতির রণক্ষেত্র হয়েছে বাংলাদেশ। এর ফলে রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি ও সংস্কৃতি দুর্বল হয়ে পড়েছে। বিএনপির দীর্ঘদিনের পরিবারতন্ত্রের দুর্বলতার কথাও উল্লেখ করেন তিনি।
পাটওয়ারী জানান, দেশের সামনে এখন দুটি যুদ্ধ— কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই এবং ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গড়ার সংগ্রাম। এ যুদ্ধে বিএনপি-এনসিপির দায়িত্বশীল ঐক্য জরুরি হলেও বিএনপিকে পরিবারতন্ত্রের বাইরে এসে সংস্কারের পথে হাঁটতে হবে। একই সঙ্গে ভারতের প্রভাবনির্ভর রাজনীতি থেকেও সরে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশের আত্মাকে পুনরুদ্ধার করতে হলে প্রক্সির ছায়া থেকে রাজনীতিকে মুক্ত করা ছাড়া উপায় নেই।