Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাংশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সনাতনীদের প্রার্থনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২২:৩০

বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রণ্টের পাংশা শাখার আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পাংশা কেন্দ্রীয় কালী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রণ্টের পাংশা উপজেলা শাখার আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন—পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক বিধান কুমার বিশ্বাস, পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল মুদী, পাংশা আদি মহাশ্মশান কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন রায়, দত্তপাড়া কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা জন্য পুরো জাতি আজ প্রার্থনা করছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে দলের নেতৃত্ব দিতে পারেন আমরা সেই প্রার্থনাই করছি।’

এর আগে শান্তি ও সুস্থতার প্রত্যাশায় গীতা পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলের সমবেত প্রার্থনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ
২ ডিসেম্বর ২০২৫ ২২:১০

আরো

সম্পর্কিত খবর