Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, কারখানা সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২২:৪১

কারখানাটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড়ে ব্যবহৃত বিভিন্ন ক্যামিক্যাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া কারখানাটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধায় জেলার সদর উপজেলার শিবরামপুরের ছোট বটতলা এলাকায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে স্বপন কুমার শীলের মালিকানাধীন ভেজাল গুড় তৈরির কারখানায় সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মো: আতিকুর রহমান এবং তার সঙ্গে ছিলেন ফরিদপুরের নিরাপদ খাদ্য অফিসার মো: আজমুল ফুয়াদ।

বিজ্ঞাপন

নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ না করেই কারখানায় অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন উপায়ে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের টিনজাত চিটাগুড়ের (যা গো-খাদ্য হিসাবে ব্যবহৃত হয়) সঙ্গে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, ননফুড গ্রেড ক্ষতিকর রঙ ও ফ্লেভার,পঁচা মিষ্টি, মিষ্টির নষ্ট গাদ, ময়দা, সোডা, চিনি ব্যবহার করে খেজুর ও আখের গুড় তৈরি করা হচ্ছিল। এছাড়াও কারখানায় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ক্যামিকেল পাওয়া যায়।

ফরিদপুরের নিরাপদ খাদ্য অফিসার মো: আজমুল ফুয়াদ জানান, কারখানায় পাওয়া নথিপত্র ও রেজিস্ট্রার পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, কারখানাটি প্রধানত রাতের অন্ধকারে ভেজাল গুড় উৎপাদন করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলসহ ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করে আসছিল।

বিজ্ঞাপন

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ
২ ডিসেম্বর ২০২৫ ২২:১০

আরো

সম্পর্কিত খবর