Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত সরদারপাড়া বিওপি উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২২:৫১

বিওপি পোস্ট উদ্বোধন করছেন ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্তের মানুষের আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে দিবারাত্রি ২৪ ঘণ্টা দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত সরদারপাড়া বিওপি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড় জেলা বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া সীমান্ত এলাকায় ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নবনির্মিত বিওপি উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের।

এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সব সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

উদ্বোধন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের জানান, বিজিবি সদস্যরা দিন-রাত সব প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সবার সহযোগিতা একান্ত কাম্য।

তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, ‘অতীতের মতো ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন।’ সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত সরদারপাড়া বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন ও মহান আল্লাহর নিকট বিওপিটির কল্যাণ কামনা করেন।

সারাবাংলা/জিজি