Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ৬ ভারতীয় নাগরিক স্থানীয় জিম্মাদারের জিম্মায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২৩:৩১

মঙ্গলবার বিকেলে তাদের নয়াগোলা এলাকার জিম্মাদার ফারুক হোসেনের কাছে হস্তান্তর করে পুলিশ। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর ফের পুলিশ হেফাজতে নেওয়া ছয় ভারতীয় নাগরিককে স্থানীয় জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তাদের নয়াগোলা এলাকার জিম্মাদার ফারুক হোসেনের কাছে হস্তান্তর করে পুলিশ।

এন আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফারুক হোসেনের বাড়ি থেকে ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। সদর থানার ওসি শাহিন আকন্দ জানান, বিকেলে জিম্মাদারের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। তবে তারা আগামী ২৪ ঘণ্টা পুলিশের নিবিড় পর্যবেক্ষণে থাকবে। পাশাপাশি আদালতের নির্দেশনা অনুসারে জিম্মাদারকে প্রতি ১০ দিন পরপর তাদের অবস্থান সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী একরামুল হক জানান, সোমবার বিকেলে অবৈধ অনুপ্রবেশ মামলায় চারজনকে জামিন দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম। তাদের সঙ্গে থাকা দুই শিশুকে মামলায় আসামি করা হয়নি। আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে এবং ওই দিন আসামিদের আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জিম্মাদার ফারুক হোসেন বলেন, আত্মীয়তার সূত্রে তিনি জিম্মাদার হয়েছেন। বর্তমানে সবাই ভালো আছেন। হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন-ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), সুইটি বিবি (৩৩), তার দুই সন্তান এবং মো. কুরবান দেওয়ান (১৬)। এছাড়া সুইটি বিবির সন্তান মো. ইমাম দেওয়ান (৬) এবং সোনালি বিবির সন্তান সাব্বির শেখ (৮) কারাগারে থাকলেও মামলার আসামি ছিলেন না।

উল্লেখ্য, গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে ছয় ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশুইন করার পর অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/জিজি