Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে দেখে এসে ফেসবুকে যা লিখলেন জামায়াতের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৮

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে খালেদা জিয়াকে দেখে আসার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আজ রাত ১০টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার সুযোগ হলো।’

ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট।

তিনি আরও লিখেছেন, ‘বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, ৪ দলীয় জোট ও পরবর্তীতে ২০ দলীয় জোটের এই নেত্রী বর্তমানে গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন। এমন পরিস্থিতিতে দেশ-বিদেশের অসংখ্য মানুষের মতো আমিও মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন এবং সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরিয়ে দেন।’

বিজ্ঞাপন

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমির লিখেছেন, সুস্থতা আল্লাহর এক অনন্য নিয়ামত। আল্লাহ তা’য়ালা চাইলে যেকোনো অবস্থায় সুস্থতা দান করতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তা’য়ালা তার পরিবারের সম্মানিত সদস্যদেরও উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। দেশবাসীর কাছে অনুরোধ ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারাও মজলুম এই মানুষটির সুস্থতার জন্য বিশেষ দোয়া করবেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর