Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় ৩৫৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩২

ইসরায়েল-ফিলিস্তিন চলমান যুদ্ধে ধংসপ্রাপ্ত গাজা নগরী, ছবি: আনাদোলু এজেন্সি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত অক্টোবর মাসের ১১ তারিখ থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ যুদ্ধবিরতি মানছে না ইসরাইল। যুদ্ধবিরতির প্রথম ৫০ দিনে ইসরায়েলি বাহিনী ৩৫৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন ৯০৩ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বেশিভাগই নারী ও শিশু। এছাড়াও ইসরাইলি বাহিনী ৩৮ জনকে বিনা বিচারে আটক করেছে এবং ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক এবং তাদের বাড়িঘর ও তাঁবুর ওপর সরাসরি গুলি চালানো, বোমাবর্ষণ এবং বাড়িঘর ধ্বংস করা।

বিজ্ঞাপন

ইসরায়েল কয়েক মাস আটক থাকার পর গাজা থেকে পাঁচজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী কর্তৃক একজন বন্দীর দেহাবশেষ ফেরত পাঠানোর পর এটি ঘটেছে।

মধ্য খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক নিহত।

ইসরায়েলি সেনাবাহিনী গাড়ি-চাপা এবং ছুরিকাঘাতের হামলা চালানোর দাবি করার পর মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদ “ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি” সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে ৭০,১০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,৯৬৫ জন আহত হয়েছে। ৭ অক্টোবর, ২০২৩ সালের হামলায় ইসরায়েলে মোট ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল।