Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদ্যুতিক তারে কাপড় জড়িয়ে ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৩:২৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৬

ছবি: সারাবাংলা

ঢাকা: এবার মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারী সিস্টেম (ওসিএস) অর্থাৎ লাইনের ওপরের বৈদ্যুতিক তারে কাপড় জড়িয়ে যাওয়ার কারণে  ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ওসিএস এর উপর কাপড় পড়ায় সেটি অপসারণের জন্য মেট্রোরেল চলাচল দুপুরে ১২টি ২২ মিনিট থেকে ১২টা ৩৭ মিনিট পর্যন্ত বন্ধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন ট্রেন চালাচল স্বাভাবিক আছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিজ্ঞাপন

এদিকে, নানান কারণে মেট্রোরেল নিয়ে আলোচনা ও সমালোচনার যেন শেষ নেই। দুই দিন আগে রাতে মেট্রোরেলের ২টা কারের মধ্যবর্তী স্থানে শিশু উঠে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর পরদিন শুরু হয় ট্রেন চলাচল। তার কয়েকদিন আগে মেট্রোরেলের লাইনে পাওয়া যায় অবিস্ফোরিত ককটেল। তারও আগে মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহতের ঘটনাও ঘটে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর