ঢাকা: রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে দুটি উম্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হেলিকপ্টার দুটি পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ করবে বলে জানিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (এসএসএফ)।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে, হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিদেশি চিকিৎসকদের কয়েকটি দল তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।