Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮

প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বুধবার (৩ ডিসেম্বর) ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রকনুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ নাসরিন সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, উন্নত জীবনমান নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে সরকার বিভিন্ন যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারি সহায়তা আরো জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১৪টি হুইলচেয়ার ও ৬টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো