Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাকিমপুরে ৩ দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৬:০০

হাকিমপুরে সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়নসহ ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

তাদের দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়া, দুটি টাইম-স্কেল চালু এবং শতভাগ পদোন্নতি নিশ্চিতসহ পদোন্নতির সুস্পষ্ট সুযোগ তৈরির মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত স্থিতিশীলতা আনা।

বিজ্ঞাপন

শিক্ষক নেতারা জানান, গত ৮ ও ১০ নভেম্বর ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলনের সময় বহু শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং একজন সহকারী শিক্ষক মৃত্যুবরণ করেন। আন্দোলনের পর মন্ত্রণালয় তাদের দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আবারও মাঠে নেমেছেন।

শিক্ষকরা আরও বলেন, ‘আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। দাবি বাস্তবায়ন হলে আমরা দ্রুত বিদ্যালয়ে ফিরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিকভাবে শুরু করব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর