কুমিল্লা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লায় টানা সপ্তম দিনের মতো কোরআন খতম, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা বিতরণ কর্মসূচি চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনের উদ্যোগে সপ্তাহব্যাপী এই আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিলের পাশাপাশি অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরাও এতে অংশ নিচ্ছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউনহল প্রাঙ্গণে এসব কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ১৬টি ছাগল বিতরণ করা হয়। ছাগল পেয়ে শিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সময় সংগ্রাম করেছেন। তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া চলছে। কুমিল্লার এই আয়োজনও সেই ধারাবাহিকতার অংশ।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা, দেশের শান্তি, স্থিতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, দোয়া ও মানবিক সহায়তার এই কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে।