Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই করে মাংস বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১

মাংস বিতরণ করছেন বিএনপি নেতা সামুয়েল লেনিন। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: বাউফলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছদগাহে জারিয়া হিসেবে গরু জবাই করে মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন পৌর শহরের নিজ বাড়িতে গরু জবাই করে স্থানীয় এতিমখানা ও প্রায় দুই শতাধিক দুস্থ মানুষের মধ্যে মাংস বিতরণ করেন।

এসময় উপজেলা বিএনপি ও অংগসংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতার এ উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আর মাংস পেয়ে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়ার কথা জানিয়েছে দুঃস্থ মানুষেরা।

বিজ্ঞাপন

মাংস পাওয়া শাহআলম মিয়া বলেন, ‘আমি ভিক্ষা করে খাই। লেনিন ভাইর সঙ্গে রাস্তায় দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সে আমারে একটি মাংসের ব্যাগ দিয়েছেন এবং খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। আমি নামাজের পর তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করবো।’

একই এলাকার রিকশাচালক ছলেমান হোসেন বলেন, ‘আমি মাংস পেয়েছি। খুব ভালো লাগছে। তবে খালেদা জিয়ার জন্য খুব কষ্ট লাগছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’

আয়োজক সামুয়েল লেনিন বলেন, গণতন্ত্র রক্ষার জন্য আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহুর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি দরকার। তাই তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর