Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮

প্রতীকী ছবি

খুলনা: খুলনা নগরীর দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। সে দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা জানান, তৌহিদ মাদকাসক্ত ছিলেন। তিনি মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতেন। সকালে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদাউস আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।