Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩

পিরোজপুর টাউন ক্লাবের টেনিস মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

পিরোজপুর: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর টাউন ক্লাবের টেনিস মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান, কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদ, আহবায়ক কমিটির সাবেক সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদারসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত তার বক্তব্যে বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন জনপ্রিয় নেতা, যার জন্য পৃথিবীর দুই শতাধিক দেশে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিবেক আজ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসার আগ্রহ দেখাচ্ছেন—এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ বিশ্ববাসীর দোয়া কবুল করবেন এবং আমাদের নেত্রীকে আরও সময় দেবেন দেশসেবার সুযোগ নিয়ে এগিয়ে যেতে।’

দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং শারীরিকভাবে দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান ঘিরে টেনিস মাঠে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

গুগল থেকে ইনকাম করার যত উপায়
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০

আরো

সম্পর্কিত খবর