চাঁপাইনবাবগঞ্জ: দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়।
এদিকে রোগীরা অভিযোগ করেন, কর্মবিরতির কারণে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে বন্ধ থাকায় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয়ের সেবা পেতে ভোগান্তিতে পড়েন তারা।
পেশাজীবীরা জানান, স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনে দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ইতোমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও তারা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত।
বক্তারা আরও জানান, ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।