বগুড়া: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়াতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল চত্বরে কর্মবিরতি পালন করে তারা।
এতে বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের রবিউল ইসলাম, এটিএম আমিনুল হক, মো. আবুল কাশেম, মাহমুদুল হাসান, মো. নয়ন মিয়া, মোছা. ফাতেমা সুলতানা, নিগার সুলতানা ও মোছা. ফৌজিয়া প্রমুখ।
কর্মবিরতিচলাকালে বক্তারা বলেন, ‘স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। আমাদের নিয়মিত শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সাড়া দিচ্ছে না।’ দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা।
এদিন একই দাবিতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়।