Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেপ্যাল চালু করতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বাধা দূর করা হয়েছে: গভর্নর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৮

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশে ‘পেপ্যাল’-এর কার্যক্রম চালু করতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বাধা দূর করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর বার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, পেপ্যালের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এসএমই খাতের লেনদেন সহজ হওয়া উচিত। দেশের উদ্যোক্তাদের বিশ্ব বাজারে প্রবেশ বাড়াতে এবং শক্তিশালী ডিজিটাল সংযোগের মাধ্যমে কুটির ও ক্ষুদ্র শিল্প (এসএমই) খাতকে আধুনিক করতে পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমগুলোকে একীভূত করার দিকে এগোচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিশ্ব বাজার পরিবর্তনের কথা উল্লেখ করে স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোকে একীভূত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একইসঙ্গে সাপ্লাই চেইন শক্তিশালী করে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইন্টিগ্রেশন এবং শক্তিশালী ডিজিটাল ও টেকসই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।

গভর্নর বলেন, এখানে প্রতিষ্ঠানগুলো নিজেরাই সবকিছু করার চেষ্টা করে। এর মধ্যে কর জটিলতা এবং নীতিগত অসঙ্গতির চ্যালেঞ্জ আছে।

অর্থায়নের বিষয়ে বিসিক-এর ঋণ বিতরণের সীমিত সুযোগের সমালোচনা করে তিনি বলেন, ‘মাত্র ২০০-২৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হচ্ছে। এটি অনেক বেশি হওয়া উচিত।

নির্ধারিত এসএমইগুলোর কাছে ঋণ পৌঁছাতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা বিশেষায়িত ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্বের সুপারিশ করে গভর্নর বলেন, বিসিক উদ্যোক্তাদের জন্য একটি গতিশীল অনলাইন বাজার প্রতিষ্ঠা করতে পারে। ক্রেতাদের সঙ্গে সরাসরি উৎপাদনকারীদের সংযোগ স্থাপন, মধ্যস্বত্ত্বভোগীদের নির্মূল এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি পেশাদার ই-কমার্স প্ল্যাটফর্ম প্রয়োজন। যা নিয়মিত হালনাগাদ করা এবং পেশাদারত্বের সঙ্গে পরিচালিত হওয়া উচিত। এক্ষেত্রে মানসম্পন্ন আইটি কর্মী নিয়োগ দিতে হবে। তবে বাজার তৈরি না করে সরবরাহ বাড়ানো সঠিক নয়। পণ্য বিক্রি করতে না পারলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। বাজারে প্রবেশাধিকার প্রথমে থাকা উচিত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর