ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রথমবারের মতো সংস্থাটির সাবেক কমিশনার মো. জহুরুল হকসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মামলার অনুমোদন দেওয়া হয় বলে জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার অস্বাভাবিকভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় নয় হাজার কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাটি সংস্থাটির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। কারণ, এর আগে কখনো কমিশনার পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়নি।