নীলফামারী: রংপুরে বিভাগীয় ৮ দলের সমাবেশ থেকে বাসে ফেরার পথে নীলফামারীতে এশার নামাজের বিরতিতে মসজিদে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. যোবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুইজনও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার কাজীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. যোবেদ আলী ডোমার উপজেলার চিলাহাটির সবুজ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরে ৮ দলের বিভাগীয় সমাবেশ শেষ করে চিলাহাটি অভিমুখী বাসটি কাজীর হাটে এশার নামাজের জন্য বিরতি নেয়। এসময় যোবেদ আলী মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত যোবেদ আলীকে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরই তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের দুই আরোহীও নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ।