Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০

সাদ্দাম হোসেন।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় সাদ্দাম হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল, মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের লেদু মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাদ্দাম হোসেন একই গ্রামের মৃত শাহ আলম মেম্বারের ছেলে এবং স্থানীয় খলিফারহাট বাজারে তার দুইটি মোবাইল দোকান রয়েছে।

গুলিবিদ্ধ সাদ্দামের বড় ভাই মো.লিটন বলেন, ‘সাদ্দাম রাত ১২টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বারাইপুর গ্রামের লেদু মিয়ার বাড়ির সামনে পৌঁছলে সড়কে স্পিড ব্রেকার থাকায় সে মোটরসাইকেলের গতি কমিয়ে দেয়। ওই সময় দুর্বৃত্তরা তার দিকে এগিয়ে আসে। তাৎক্ষণিক সে মোটরসাইকেল রেখে পালাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে পেছন থেকে পিঠে গুলি করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শরীরে গুলি আটকে থাকায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ এ ঘটনায় অভিযোগ করেনি, তাই জানা নেই।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর